মানিকগঞ্জে মেডিকেল ক্যাম্প: দুই বছরব্যাপী সেবায় উপকৃত হবে চরাঞ্চলের হাজারও মানুষ :
মানিকগঞ্জের হরিরামপুরে ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মাদ আইয়ুব খানের ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় এই চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলবে টানা দুই বছর। এতে নিয়মিতভাবে সেবা দেবেন দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা। ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি রয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ, ওষুধ বিতরণ এবং বিভিন্ন ধরনের রোগ নির্ণয় সেবা।
এ বিষয়ে আয়োজক ও উদ্যোক্তা ডেবনেয়ার গ্রুপের এমডি মুহাম্মাদ আইয়ুব খান বলেন, আমি সবসময় বিশ্বাস করি সমাজের জন্য কিছু করা আমাদের দায়িত্ব। প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে না পারলে আমাদের উন্নয়ন পূর্ণতা পায় না । এই মেডিকেল ক্যাম্প শুধু চিকিৎসা নয়, এটি ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানবিকতার এক প্রতীক। তিনি আরও জানান, শুধু তাৎক্ষণিক নয়, এই ফ্রি ক্যাম্পকে দীর্ঘমেয়াদে টেকসই একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে ডেবনেয়ার গ্রুপ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবহেলিত অঞ্চল হওয়ায় দীর্ঘদিন ভালো চিকিৎসা ব্যবস্থা ছিলো না। এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের জন্য আশির্বাদ।